World Menstrual Hygiene Day 2023: “আমার রক্ত শুদ্ধ, আমার গর্ব”, PRADAN’ র বিশেষ পদক্ষেপ

. September 22, 2023

নারী স্বাস্থ্য, মেন্সট্রুয়াল হাইজিন এই নিয়ে বহু আলোচনা, সচেতনতার বানী রোজই কানের আশেপাশে আসে। কিন্তু এর সঠিক চর্চা বা প্রয়োগ কতখানি আজকের সমাজে ফলপ্রসূ হয়েছে সেই নিয়ে যদি সর জমিনে যাচাই করা হয় তাহলে ফলে থাকবে ধোঁয়াশা। আজও নারীরা এই বিষয়ে খোলামেলা ভাবে কথা বলতে গেলে কিছুটা কুন্ঠাবোধ করেন।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আজ গোটা দেশ অনেক এগিয়ে। কিন্তু চিন্তাধারা কি এই অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে? আজও নারীদের ঋতুচক্রের সময় শুনতে হয় মন্দিরে যাওয়া যাবে না, এটা ছোঁয়া যাবে না। আমাদের দেশে এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে মেয়েদের পিরিয়ডস হলে কাপড়ের টুকরো ব্যবহার করা হয়। স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য, কিন্তু তাও হয় অর্থনৈতিক সমস্যা না হলে কুসংস্কারের অন্ধকার ছায়া ঘিরে রেখেছে তাঁদের। তবে সেই বেড়াজাল ভাঙতে হবে। ন্যাপকিনের ব্যবহার কতটা জরুরি সেই পাঠ পড়াতে হবে তাঁদের। নারী স্বাস্থ্য, মেন্সট্রুয়াল হাইজিন এই বিষয়গুলি নিয়ে করতে হবে খোলামেলা আলোচনা যাতে নারীরা লজ্জাবোধ না করে।

Reporter

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *